價格:免費
更新日期:2019-09-16
檔案大小:5.4M
目前版本:1.10
版本需求:Android 4.2 以上版本
官方網站:http://www.issl.com.bd
Email:info@issl.com.bd
聯絡地址:隱私權政策
আধুনিক জীবনে যানবাহনের বিকল্প নেই। ঘর থেকে বের হলেই কমবেশি সবাইকে কোনো না কোনো যানে চড়তে হয়। অথচ আমাদের জীবনের এই জরুরি অনুষঙ্গটি পথেঘাটে প্রায়ই আমাদের উটকো যন্ত্রণা আর আশংকা তৈরি করে।
যেমন ধরুন- পুলিশ আপনার গাড়ি আটকালো অথবা লাইসেন্স নিয়ে ঝামেলা এছাড়াও দুর্ঘটনার ভয় তো আছেই। কিন্তু একটু সচেতনতা আর যুগোপযোগী মোটরযান আইনের যথার্থ বাস্তবায়নে বেঁচে যেতে পারে অনেক মূল্যবান প্রাণ।
সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ, গাড়ির চালক ও মালিকের দায়বদ্ধতা সৃষ্টি করাসহ বিভিন্ন বিষয়ে মোটরযান আইনের বিভিন্ন বিধান থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই। ট্রাফিক আইন সম্পর্কে গাড়ির চালকদের বেশির ভাগেরই তেমন কোনো নেই। আমরা নিজেরাই ট্রাফিক বা মোটরযান বিষয়ক বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে কতটুকু ধারণা রাখি। কিন্তু এই সকল বিধি-নিষেধ বা নিয়ম-কানুন যদি আমাদের সর্বসাধারণের জানা থাকে তাহলে আমাদের চলার পথে অনেক উপকারে আসতে পারে।
তাই ট্রাফিক সাইন এর ব্যাবহার থেকে শুরু করে ট্রাফিক বিষয়ক সকল ধারাসমূহ, ড্রাইভিং লাইসেন্স পাবার নিয়ম-কানুন, লাইসেন্স এর প্রকারভেদ, লাইসেন্স পেতে খরচসমূহ, ড্রাইভিং লাইসেন্স পেতে লিখিত ও মৌখিক পরীক্ষার পদ্ধতি ও প্রশ্ন-উত্তর, মোটরযান এর নিবন্ধন, মোটরযান ফিটনেস সহ সকল বিষয় সম্পর্কিত পূর্ণ ধারণা পেতে “ট্রাফিক ইনফো” অ্যাপটি হতে পারে অন্যতম সহজ মাধ্যম।